কপালে তোর
        আবছামতন ত্রিনয়ন দৃশ্যমান,
       আন্দাজ করছি তুইই ভগবান।
আদি অন্ত নেই যার অথচ নিরাকার
               এই ভাবআধার,
           আল্লাহ ছাড়া আর কার?
সারা শরীর থেকে টুপটুপ
                    করুণা ঝরে পড়ছে
       অবিকল যীশুর আদল লাগছে।
প্রভুর তিন ভূমিকায় দেখা দিয়ে শেষে
প্রসাধন মুছে
মুখে মেটে সাবান ঘষে ঘষে
সাফসুতরো হয়ে
যে সামনে এসে দাঁড়ালো
                        তাকে মুহূর্তে চিনলাম,


হেসে বললো
পেটের দায়ে ভগবান সাজি
আসলে তোদের দোসর;
             |
             |
             |      




  বহুরূপী ইনসান।






বিশেষ-পুনর্গঠন