(যান্ত্রিক যুগ আমরা সবাই খুব ব্যস্ত--ভুলে যাই--'সবুরে মেওয়া ফলে'--আর এই তাড়াতাড়িতে অনেক কিছু আনমোল জিনিষ মিস্ করি--'বন্হিগতি' এই ভাবেরই ব্যঞ্জনায়..................)


ফাষ্ট ফুড, বন্হিগতি নাকি দুর্গতি?
পেট্রোলপাম্পে ভীড় দেখে এড়িয়ে গেলাম
অনেকদুর দৌড়ে
একটা শুনশান পেট্রোলপাম্পে তেল ভরালাম।
আরে হাওয়াও কম লাগছে
কিন্তু হাওয়া-খুপরি তে বিকট ভীড়
মনে হচ্ছে লাইনে দাঁড়াতে হবে,
কিন্তু ভীড়ে অপেক্ষা আমার পছন্দ নয়
আমার প্রিয় একটু ছিমছাম নিরিবিলি,
সেই খোঁজে ভীড় এড়িয়ে এগিয়ে গেলাম
আর দৌড়োতে দৌড়োতে
তেলও ফুরালো আর হাওয়াও শেষ
বুঝলাম--যাত্রা সমাপ্তি!
পিছনে তাকিয়ে দেখি
কি আশ্চর্য!এড়িয়ে ফেলে আসা মূহুর্তগুলো
করুন চোখে তাকিয়ে যেন বলছে--
যদি একটু অপেক্ষা করতিস............