(১)
বৃষ্টিতে অনেক তৃপ্তি
কিছুটা বিরক্তি
তবুও শ্রাবণ এলে
মন উচাটন ভিজবো বলে
(২)
বৃষ্টিতে মন কেমন কেমন
বৃষ্টি ভারি মিষ্টি
ভিজে শাড়িতে পাড়ার পারুল
কে জানত এত সুইটি
(৩)
বর্ষায় পথচারীরা আশঙ্কায়
যদি ঔদ্ধত্যের ভারবাহী
কোন মোটরকার
কাঁদা ছিটিয়ে দেয়
(৪)
বর্ষা কে একটু ভালোবাসো
কারুকাজ করা পাত্রে ধরে রাখো
পিপাসুর তেষ্টা মেটাবে
কালবেলায়