(আসরের সকল কবিবন্ধুকে ঈদ মোবারক)


(১)
গুগল সার্চ করি 'বিদ্রোহী বাঙালি কবি'
স্ক্রীনে একটি নাম
কাজী নজরুল ইসলাম
কলমে শব্দবাণ
অবিভক্ত ভারতবর্ষের সুযোগ্য সন্তান।


(২)
'বন্ধু' লিখতেই গুগল জানতে চায় 'কার'?
বাঙালি টাইপ করলেই
ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান
শয়তানেরা তার শরীর কেড়ে নিল
কিন্তু তাঁর অমর আত্মা বাঙালির কাঁধে হাত রেখে জানালো
''স্বাধীনতা এই শব্দটা কীভাবে আমাদের হলো''।
(৩)
শুধু 'অটল' লিখতেই গুগল পুরোটা জানায়
অটল বিহারী বাজপেয়ী
কবি যখন রাজা
আদরও করেন শাসনও করেন
তাঁর নামোচ্চারণে প্রত্যেক ভারতবাসীর দিল তরতাজা
(৪)
লাষ্ট সার্চ--মাদার
স্ক্রীন ভর্তি আলো জানালো
পৃথিবী জুড়ে একটা নাম
মাদার টেরেসা
জীবনপাত করে শিখিয়েছেন
কিভাবে করতে হয় দুঃখী আর্তের সেবা-শুশ্রুষা










কৃতজ্ঞতা-- এই কবিতা এই আসরের কনিষ্ঠা শ্রেষ্ঠ-কবি রেঁনেসা সাহা তথা নিবেদিতা কবির 'প্রিয় চার কবি'র ছায়ায় রচিত।