আমাইরা
প্রনব মজুমদার


( হাসপাতালে থাকাকালীন ডাক্তার রা অনুলেখা কে বলেছিল বাড়ি ফিরে
নাতনীর সাথে খেলতে চাইছেন কিনা? অনুলেখা হ্যা করেছিল কিন্তু দুর্ভাগ্য সে সুযোগ পেল না কালান্তক ভাইরাস তাকে কেড়ে নিল।
এই কবিতা আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার কে উৎসর্গ করলাম.......)


বাতাস ধমকায় মোমবাতি কে
ছুঁয়ে দিয়ে নষ্ট করবো তোকে
মোমবাতি হেসে বলে
এ তো হামেশাই হয়
তাতে আমার কি আসে যায়
আমি তো চিরসুন্দরী তথা চিরঅম্লান
কি জন্মদিন কি শোকসভায়...









বিশেষ--'আমাইরা'(Amaira) কেউ কেউ বলেন গ্রীক শব্দ কিন্তু ভারতবর্ষে বেশীর ভাগ লোকে মানেন এটা সংস্কৃত শব্দ। এর মানে Forever Beautiful অর্থাৎ চিরসুন্দরী।প্রসঙ্গক্রমে আমার নাতনীর নাম 'আমাইরা'।


পুনর্গঠন