(১)
আগে আমি অনেক কথা বলতাম
লোকে বাচাল ভাবতো,
এখন কম কথা বলি
তারাই আবার চতুর ভেবে নেয়,
বুঝে যাই--------মুখ নয়
মুখোশই সমাজের পছন্দের হয়!
                                 (২)
কবিতা লিখতে লিখতে--
পথ খুঁজে পাই,
আর কি আশ্চর্য!
দেখি সেই পথে হাঁটছে ভাবনাগুলো
যা আমি বলতে চাই,
কবিতাই আমাকে কথা বলা শেখায়
নিরালায়..............
                                (৩)
যে আমার সঙ্গে নেই
সেই আমার বিরুদ্ধে
অনেক দেরী হয়ে গেল
এই কথাটা--
   --বুঝতে বুঝতে!
                               (৪)
ভোরের একটা আলাদা গন্ধ থাকে
সেই গন্ধের টানে--
ভূতগ্রস্ত বৃদ্ধরাও
শিশুর মতন আনন্দে হেঁটে যায়!
প্রতিটি ভোরই কি আমাদের বয়স কমায়?