অর্থ,অনুভূতি সুর ও অভিপ্রায়
যদি থাকে উচ্চারণে
কবিতা কথা কয়----
প্রত্যেক দিন
এক এক অভিনব সুন্দরকে
ফেরি করেন যে কবি
পাঠক তার পিছু নেয়,
একটাই জীবন
ছাপোষা মানুষ হয়েও
কবিতাকে ডার্লিং ভেবে
সৌখিন কবি ধন্য ধন্য হয়ে যায়।







কৃতজ্ঞতা-মিঠে কবি সুমন