কবিতায় মন্তব্য আবশ্যক কেননা তাতে কবি উত্সাহিত হন আর উত্সাহিত মন্তব্যে চাহিদা আকাশচুম্বী হলে কারো ক্ষতি হচ্ছে কি? বরং কবি তো অনুপ্রাণিত হচ্ছেন আর মন্তব্যকারী কবিও তৃপ্তি পাচ্ছেন।
দ্বিতীয়ত কবিতার মান অর্থে কি? আর কেই তার তার মূল্য নির্ণায়ক?
আমার মনে হয় সবার জন্যেই যেটা শ্রেয় সেটা হল-----
কবিতা লিখুন, কবিতা পড়ুন আর কবিতাকে ভালোবাসুন তাহলেই দেখবেন নিজের কবিতাও সমৃদ্ধ হচ্ছে।আসলে চর্চাই শিল্পকে ঋদ্ধ করে।
যেমন রাঁধতে রাঁধতে রাধুঁনি,ঘর সামলাতে সামলাতে গৃহিণী তেমনই
কবিতা লিখতে লিখতে কবি হয়ে ওঠা সম্ভবপর।আমার মতে যে কেউই
একটা কবিতা লেখার মূহুর্তে অন্য আর পাঁচজনের থেকে আলাদা হয়ে যান আর এইটাই এক বিশেষ প্রাপ্তি।কাজেই যারা কবিতা লিখছেন আর যারা লেখা শুরু করার কথা ভাবছেন তারা সবাই আলোকিত কবিতাতীর্থের যাত্রী।
সবাই ভালো থাকুন,এই ঘোর দুর্যোগে সুস্থ থাকুন আর অবশ্যই কবিতায় থাকুন।







প্রসঙ্গঃ কবি অপূর্ব রায় এর আলোচনা 'কবিতার আসরে মন্তব্য'