''দেশবাসীয়ো' '--ডাক দিয়েছেন দেশপ্রধান
স্বাধীনতার পচাত্তর বছর পূর্তিতে;পতাকা উত্তোলন অনুষ্ঠান
সমাবেশ দুইভাগে বিভক্ত
ডানদিকে-আবাল-বৃদ্ধ-বনিতা তথা মানুষের ভিড়
বামদিকে-বাঘ-ভালুক,ইঁদুর-বাদর,ময়না-টিয়া,মথ-প্রজাপতি,
কেন্নো-কেঁচো তথা অমানুষদের জটলা
অনুষ্ঠান কভার করছেন সাংবাদিক শ্রী হনুমান সিং খাটোলা
মানুষের ভিড়ে এক যুবকের হাতে মাইক দিয়ে বললেন-কিছু বলুন ভাই
সে বলল এই অনুষ্ঠানে আনন্দ অনুভবের কোন ভাষা নাই
শুধু ভাবছি মানুষজনের সাথে এত অমানুষের আনাগোনা
এমনটা তো আগে কখনো ছিল না
যুবকের হাত থেকে মাইক ছিনিয়ে প্রশ্ন করলেন
অমানুষদের মুখপাত্র এক ফচকে বাদর
কেন আমরা কি দেশবাসী নই?
দেশপ্রধান তো ডেকেছেন সবাইকেই
এই দেশের জল-হাওয়া-মাটিতে আমাদের সমান অধিকার
জীবশ্রেষ্ঠ বলে তোমাদের বৃথাই অহঙ্কার
হে মানুষ,অযথা হয়ো না খুশ
যা তোমরা অনেকটাই হারিয়ে ফেলেছ
এখনো সময় আছে বাঁচিয়ে রাখো নূন্যতম মান-হুশ
গতজন্মে আমরাও মানুষ ছিলাম
মনুষ্যধর্ম বজায় না রাখতে পারায় পেয়েছি ইতরজন্ম
তোমাদের অনুরূপ আমাদের প্রায় সব ক্রিয়া-প্রক্রিয়াই
এমন নয় যে তোমাদের সবকিছুই অনন্য
অবয়বে আমরা আলাদা-আলাদা কিন্তু স্রষ্টার বিশুদ্ধ নির্মাণ
এসো, বিভেদ ভুলে সমবেত সুরে গাই দেশমাতৃকার জয়গান...





বিশেষ-স্যাটায়ার