(রঙ্গব্যঙ্গ)
                               (১)
জনতার আবেদনে বিচলিত হয়ে
প্রশাসক সহযোগীদের তিরস্কার করে বললেন
ভুলে যাবেন না
জনতা আমাদের সমাজের বিধাতা
নিয়মনিষ্ঠ সহযোগীরা ভাবছেন
ভুল লোকের উস্কানিতে ভাবুক হয়ে
কেন এই তিরস্কার অযথা?
সমাজ-কবি হাসছেন আর বলছেন
আদর ও শাসনের মাত্রা ছাড়ালেই
শুরু পতনের শেষ কথা।
                               (২)
আনাড়ি বাদক
ঢোল বাজাচ্ছেন বে-তালে
শুনে
কিছু লোক নাচছেন চাতালে
বাদ্যরসিক দেখছেন
লোকগুলোর মুখ বোকামিতে ভরা
বুঝেও বোঝে না
আনাড়ি বাদক তালজ্ঞানহীন ছন্নছাড়া।