দশ পঙতির উত্সব
প্রনব মজুমদার


(আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার কে উত্সর্গীকৃত)


(১) না না শোনার অভ্যেস নেই জেনেও হ্যা হ্যা চলে গেছে নীরবে


(২) প্রেমিক ভোর এসে স্বপ্নচারিণী রাত্রিকে নিঃস্ব করে দেয় নিরালায়


(৩) ভুলে যাওয়া সহজ নয় মনে রাখার আকুল স্রোতের টানে


(৪) শোকেসে হুবহু তুমি, কপি-পেষ্ট সাজিয়ে স্বান্তনা দিচ্ছেন অন্তর্যামী


(৫) মরণ দুর্বোধ্য আর জীবনের অনেক মানে প্রতিক্ষণে


(৬) বুড়োবেলায় দাঁড়ালে জানালায় প্রথম প্রেম হাতছানি দেয়


(৭) সন্তাপ চিহ্নহীন দাগ কাটে বাইরে ভেতরে দোলাচল আসে যায়


(৮) স্মৃতি শুধু মগজেই থাকে স্পর্শ শরীরের গ্রন্থিতে সানাই বাজায়


(৯)পায়ে ঘাসফুল মাথায় তাঁরা পেয়েও লোভী মানুষ স্বভাবে সর্বহারা


(১০) প্রথমে স্থুল শরীর শেষে সুক্ষ্ণ আত্মা খেল বানিয়েছেন পরমাত্মা