( বসন্তপঞ্চমী ও ভারতবর্ষের গণতন্ত্র দিবসের প্রাক্কালে আসরের সব কবিবন্ধুকে প্রীতিশুভেচ্ছা)
(১)
চোস্ত পায়জামা,লম্বা ঝুলের ধুতি,গালভর্তি সাদা লম্বা দাড়ি ভদ্রলোকের,
যেই না নাম বললেন রবীন্দ্রনাথ,হাত ধরে কাছে বসালাম,অনেককিছু বললাম উনি চুপচাপ শুনলেন শেষে জিজ্ঞাসা করলাম আপনি নিশ্চয় কবিতা-টবিতা লেখেন?
ভদ্রলোক দাঁড়িয়ে পড়লেন,বললেন-সোনার চামচ মুখে নিয়ে জন্মেও কবি রবীন্দ্রনাথ অনেক দুঃখকষ্ট সয়েছেন,আমি সুখী মানুষ খাই-দাই ঘুমোই,কবিতা-টবিতা আমার আসেনা।
সেই থেকে সুখী মানুষদের ভিড়ে দুঃখী মানুষের খুঁজছি যদি এক-আধটা রবীন্দ্রনাথ পাওয়া যায়।
(২)
একটার পর একটা নিউজচ্যানেল ঘুরিয়ে চলেছি-একই খবর
জিডিপি বেড়েছে, ছাত্র-ছাত্রী বিধবা সিনিয়র সিটিজেন দের জন্যে সরকারের নতুন যোজনা
আর তাতে কত লক্ষ টাকা বরাদ্দ হয়েছে,কোন নেতার দেশ-জোড়ো যাত্রায় সুরক্ষবাবদ কত টাকা খরচ হয়েছে,কোন অভিনেতা-অভিনেত্রী হলিউডে পুরস্কার পাচ্ছেন, এইসব চলছে-শেষের দুই-এক মিনিটে দুর্ঘটনাজনিত  ও অসুস্থতাজনিত মৃত্যুর খবর।জানাশোনা এক সুদর্শনা সংবাদ পাঠিকা কে বললাম ম্যাডাম আধ ঘন্টার নিউজে প্রায় আঠাশ মিনিট মিথ্যের বেসাতি আর বাকি দু-এক মিনিট মৃত্যুর খবর এমনটা কেন?উনি আরো বললেন মরা মানুষের উপর রঙ-চঙ চড়িয়ে কি লাভ
এই বলে হাতটায় ঝটকা দিলেন ভাবখানা যেন মরে গেছে তো আপদ চুকেছে অবশ্য শেষে এও বললেন কি করি দাদা আমাদের তো চাকরী।
থম মেরে বসে আছি ভাবছি 'সংবাদ' কথাটা বদলে 'সময় বরবাদ' লিখলে কেমন হয়?





বিশেষ-স্যাটায়ার