(আসরের সব কবিবন্ধুকে নববর্ষের প্রীতি-শুভেচ্ছা)


(ভোরই-ভোর)
ঠিক তখন ভোরই-ভোর
বিছানায় বিভোর-বিভোর
রোদ্দুর এসে বকাঝকা-কানমলা দেয়
জেগে উঠি দিনযাপন-দিনযাপন এর ইচ্ছায়--
বুঝি-বুঝি
প্রত্যেকটা ভোরই-ভোর আমাকে
বাঁচতে-বাঁচতে শেখায়......


                          
           (বাংলা কবিতার কিতাব)
প্রথমেই হাতে এলো জয় গোস্বামী,
একে একে তসলিমা নাসরিন, শঙ্খ ঘোষ এমনকি
খুঁজে পেলাম রফিক আজাদ,নির্মলেন্দু কে ও,
শেষমেষ বেশ ভারি এটা কি?
ও হরি,এ যে কবিগুরু
এখন আমার হাতের মুঠোয়।
আহ্লাদে গদগদ হয়ে
সবকটাকে বুকে চেপে ধরে বাড়ির পথে রওনা দিই
কাবাডিওয়ালা সমানে চিত্কার করে চলেছে
'বাবুমশায়, দিয়ে যান কি লিয়ে যান
বাংলা কবিতার কিতাব ১১ টাকা কিলো.........'



বিশেষ--২ নং টা পুনর্গঠন
'