মায়া কোন ক্রিয়া নয় অথচ তার সাথে বসবাস বারোমাস


আজ যা নতুন কাল তা পুরনো উভয়ের মিলনে সংসার ধন্য ধন্য


আর কিছু পারুক না পারুক গরীবেরা দিল উজাড় করে দোয়া দেয়


কবিদের একটাই ইচ্ছে কবিতার ঘরে বাধ্য প্রিয়তমের মত রাত কাটায়


চোখে একরাশ করুণা হাতে বরাভয় মার মত কেউ কি হয়?


ভাবি আমি বেশী জানি সে অলক্ষ্যে হাসে যে সব জানে


হাত নেই তাই নুলো পা নেই তাই ঠুঁটো মাথাটা আছে বটে তবে নোয়ানো