ফুলেরা সবার স্নেহধন্য মা-শিকড় এর দুধ খেয়েছে বলে


ভোর আশ্বাস দেয় দুপুর কবিতা বানায় আর রাত খুনসুটি করে


বয়:সন্ধির স্মৃতিগুলো হঠাত্ হঠাত্ গলা জড়িয়ে ধরে যেন চিরসঙ্গিনী


জীবনের রঙীন ছবিগুলো মৃত্যু নীরবে মুছে দেয়


একমাত্র মোমবাতি জানে আলো-আঁধারির সমন্বয়


বাবার কাছে মেয়ের থইথই চুল ধ্রুবসুন্দর মুখ যেন মায়ামোহনার ইশারা


কলম ভারি উদাসীন বিচ্ছেদ থেকে মৃত্যুদন্ড অনায়াসে লিখে দেয়