এপার-ওপার
দুইপার জুড়েই সোনার বাংলা;
বিদায়কালে দুষ্ট দিয়ে গেল দুজন কে দু টুকরো করে।
ওপারে ভাই-বোন
এপারে মা-বাবা আর আমি আলাদা বসত করি।
এপারে 'মা' বলতেই ওপারে মমত্ব ঝরে পড়ে
বাবা বলতেই নির্ভীকতা হাত ধরে।
ওপারে ভাই বলতেই এপারে মন ভরে যায়
বোন বলতেই স্নেহ আদরে হাত বাড়ায়।
ওপারে যেতে ভীষন বাঁধা
এপারে আসতেও রাস্তায় কাদা।
তবুও প্রত্যেক ২১ শে ফেব্রুয়ারী
রফিক-সালাম-বরকত-জব্বার ভাই দরজায় কড়া নাড়ে
বলে-'কাঁটাতারের কি সাধ্য ভাষাকে টুকরোয় আলাদা করে'।


এসে দেখ-বাংলাভাষার বৈজয়ন্তী উড়ছে বিশ্বআকাশ জুড়ে...