অনুলেখা ৩৬
প্রনব মজুমদার
(আগামী ৫ ই নভেম্বর অনুলেখার সাথে আমার শুভমিলন উত্সব, সবাই আসবেন কিন্তু শুভেচ্ছা নিয়ে...)
(১)
কাল দীপাবলি;
লাইট দিয়ে ব্যালকনি সাজিয়েছে মেয়ে
যেমন টা করত আমার অনুলেখা আনন্দ বিলিয়ে,
আজ সে বহুদূরে আঁধারে
আলো আমায় বিরক্ত করে
এমনকি ফুলকেও দেখি অনাদরে...
তাই ফুল বলেছিল--
(২)
(একটা ফুলের মত কবিতা)
দুঃখে বলে বেঁলকুড়ি,জুঁই
অপরূপা সাজিয়ে নারীকে
আদরশেষে অবহেলে পড়ে রই,


বলে অপরাজিতা,দোপাটি
সাধারণ বটে তবে আমরা
তবুও পরিযায়ী পরিপাটি,


সুবাস ছড়িয়ে বলে রজনীগন্ধা
বিবাহমন্ডপে সার সার বিনুনিতে
আমরা আমন্ত্রিত মোহিনী সন্ধ্যা


পদ্ম বলে মৃদুভাষে
পড়ে থাকি পাঁকে
কিন্তু মাতৃবন্দনায়
আমরাই সবার আগে


শেষমেষ
প্রেমিক কে বলে লালগোলাপ
আমাদের ছাড়া সম্ভব কি
প্রেমালাপ?


এসব শুনে কবি বলেন হেসে
যারা বিষাদমেলায় আছো বসে
সব ফুলকে রাখো করতলে ভালোবেসে
ফুলেরাই যাবতীয় দুঃখ ভুলায় অবশেষে...