রমণীদের সাথে পুকুরে স্নান করছে কয়েকটা পাখি,ভেজা ঘাসের ডগায়
নাচছে কিছু ফড়িং, পুকুরের জলে ঝপাত-ঝপাত করে লাফ দিচ্ছে কিছু
কোলাব্যাঙ, পুকুরপাড়ের ছনে ছাওয়া ঘরের চালায় আদরে শুয়ে আছে কয়েকটা চালকুমড়ো, কথাগুলো বলতেই পাঠক শুধোলেন এসব কি?
বললাম একগোছা প্রাণবন্ত চালচিত্র জড়ো করছি একটা রমণীয় কবিতা
লিখবো বলে,বলা শেষ হতে না হতেই একটা দুষ্টু কাক শব্দগুলো ছো মেরে নিয়ে উড়ে যেতে যেতে বলে গেল 'শব্দদূষণে পৃথিবী ভারাক্রান্ত করছো' আমরা যতদিন আছি পৃথিবীকে দূষণমুক্ত  রাখবো--
ভাবছি স্বচ্ছসমাজে কাক প্রয়োজন না কবি?