প্রথম ছবি-
সামনে এক থালা পান্তা
তাতে সাজানো
কাঁচালঙ্কা আর পেয়াজের টুকরো
গোগ্রাসে গিলছেন
'বিলো পভার্টি লাইন' এর এক বুড়ো।
দ্বিতীয় ছবি-
দু পিস টোস্টেড ব্রেড,এক কাপ ধুমায়িত চা
নিউজ পেপার বিছিয়ে
মধ্যবিত্ত খুটিয়ে খুটিয়ে দেখছেন
নিজের শহর থুড়ি দেশ টা।
তৃতীয় ছবি-
প্লেটে কাটা ফলের টুকরো,কাপে গ্রীন টি
হাতে সিগার
দামি পর্দায় ঢাকা অভিজাত সংসার।
শেষ ছবি-
একঝাক পাখি,একরাশ ফুল,দুষ্টু প্রজাপতিদের জটলা
উড়ে যাওয়া ঝরা পাতায় লেখা ব্যথা না-বলা।


প্রথম ছবিগুলো তড়িঘড়ি বিক্রি হয়ে গেল
শেষ ছবি টা পড়ে আছে।


প্রকৃতিকে কেই বা কবে দাম দিয়েছে?