( প্রথম লক ডাউনের সময়,জুলাই ২০২০ এর কবিতা)


একটা সামান্য কবিতা
প্রনব মজুমদার
(আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার কে উত্সর্গীকৃত...)
(অধিকাংশের জীবনযাপনে ছোটবেলায় সাদামাটা পাওয়া আর বড়বেলায়
সচ্ছল পাওয়ার ভাব বিন্যাসেই এই সামান্য কবিতা)


ছোটবেলায়--/////
সকালে
চায়ের সাথে বাসি রুটি
দুপুরে
ডাল-ভাত-চচ্চড়ি
বিকেলে
আদরে মাখা তেলমুড়ি
রাতে
আলুসেদ্ধ,লঙ্কা,পেয়াজকুচির
সাথে গরম গরম ফেনা ভাত


বড়বেলায়--/////
সকালে
ব্রিটানিয়া ব্রেড এর স্যান্ডউইচ
সাথে কফি
দুপুরে
গ্রীন স্যালাড,মাছের কালিয়া
আরও কত কী
বিকেলে
মাশরুম স্যুপ
রাতে
চিকেন বিরিয়ানি,সুইট ডিশ
ইত্যাদি ইত্যাদি


বল তো অনুলেখা;
পেয়েছি না কি হারিয়েছি
জীবনের স্বাদ...