প্রিয়জন অনুলেখা ২২
প্রনব মজুমদার


(শ্রী দুর্গা মা আজ চলে গেছেন,আসছে বছর আবার ফিরে আসবেন কিন্তু আমার সন্তান-সন্ততি'র মা অনুলেখা আর কোনদিন ফিরে আসবে না--তারই স্মৃতিচারণায় কিছু কবিতা...)
বিজয়া দশমীতে গুরুজনদের প্রণাম ও ছোটদের স্নেহ-ভালোবাসা জানালাম...
(১)
বয়সে বড় নয়,
ছোটদের অভিমান যে বোঝে
সেই প্রকৃত বড় হয়।
(২)
অনুলেখা বলেছিল--
আঁচলে বেঁধেছি জুঁই
তোমাকে দেব বলে
কেননা মদির গোলাপগুচ্ছ
আমার কাছে নেই।
(৩)
প্রিয়জন চলে গেলে
ফুরিয়ে যায় জীবনের আলো
জীবন আর রঙীন থাকে না
হয়ে যায় সাদা-কালো।
(৪)
একটা জীবন চলে গেছে পরবাসে
আর একটা জীবন
মেঝেয় বসে খেলছে
দুলতে দুলতে যেন বলছে
'এই আমি একই'
আসি-যাই
শুধু বেশ বদলাই।


(৫)
(ফালতু গদ্য কবিতা)
হে মা কালী,হে মা দুর্গা,
আমার ভাই-বোন কে,স্ত্রী,ছেলে-মেয়ে কে,মেয়ের কন্যাসন্তান মানে আমার নাতনিকে,জামাইকে ভাল রেখ সুস্থ রেখ ঠাকুর বলেই দন্ডবত হলাম,নিজপরিবারের সবাইকে ঈশ্বরের আশীর্বাদের সুরক্ষায় বেঁধে স্বস্তি পেলাম। কিন্তু আজ এক পংক্তি আরো যোগ করলাম, হে ঠাকুর পৃথিবীর
সবাইকে ভাল লেখ সুস্থ রেখ,এই ঘোর বিপদ থেকে উদ্ধার করো।
যা ভাবতে এক জন্ম চলে যায় তা নিমেষেই মননে এলো আর আমাকে
সত্যি মানুষ বানিয়ে দিলো।এসো সবাই মিলে একসুরে বলি হে প্রভু
পৃথিবীর সব মানুষের মঙ্গল হোক।প্রভু হাসছেন আর ভাবছেন
মৃত্যুভয় কি করে কপটি মানুষকে শুদ্ধ করে দেয় নিরালায়......





বিশেষ--অনুলেখা কাব্যসিরিজ আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার স্মরণে...।