অনুলেখা ৮


আজকাল হাত বাড়ালেই
বিপরীত মুখে প্রত্যাখানের ছাপ
টি ভি খুললেই বয়ে যায় অশ্রুর সংলাপ
এমনকি কেটে গেলে আজ
রক্তের বদলে অশ্রু ঝরে পড়ে
মানুষ সন্ত্রস্ত চিন্তার ঘোরে
সারা পৃথিবী আজ কান্নায় থইথই
বল তো অনুলেখা
ভোর জাগানিয়া হাসিগুলো আজ কই?







বিশেষ--অনুলেখা কাব্যসিরিজ আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার স্মরণে.........