(ফেষ্টিভ্যাল)
সন্ধ্যার ডেনসিটি যত বাড়ছে
ততই শব্দেরা লুকিয়ে পড়ছে সন্ত্রাসের ভয়ে
কবিরা আজ ক্ষীনজীবি
সুষম শব্দ খুঁজছেন দীর্ঘিজীবি কবিতার মোহে.....
(মেটালিক)
সমঝোতার বরফে
সম্পর্ক মুড়ে রাখি গাঢ় শীতলতায়
জীবন পাথর হয়ে যায়......
(মায়া)
ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়িয়ে
অগুন্তি ছায়া
চিরটা কাল তো একরকম থাকে না
দিন বদলায়
তাই ছায়া থুড়ি মায়া আজ গুলির নিশানায়......