অনুলেখা সুইটহার্ট
প্রনব মজুমদার
(১)
প্রায় রোজই হেঁটে হেঁটে
খড়দা থেকে সোদপুর
মীনা কাফে'তে
পর্দা ওড়া কেবিনে
ফিশ ফ্রাই ও চা এর সাথে
আমরা দুজনে
হয়তো বা অযথা
তবুও ফুরোয় না কথা
সেগুলো সাজালে হয়ে যাবে
চিরকালীন প্রীতিগাঁথা।
(২)
বিয়ের গন্ধ মেখে
এলে প্রজাপতি সাজে,
প্রেমের সঠিক মানে
গাছ পাতা শিশিরও বোঝে।
(৩)
পাড়ার অনুলেখা
চুলে হাতখোঁপা,চোখে কৃষ্ণকাজল
ঠোঁটে সস্তার লিপষ্টিক
পাছাপেড়ে শাড়ি আর সাবেকি গয়নায়
তুই লাগছিস ক্লাসিক
মনে আমার ফাগুনের আগুন,
আকাশে ঘুরছিল শ্যামল বাদল
এইসব দেখে দুষ্টুমি করে ঝরে পড়লো
অনুলেখা কে আদর করে ছুঁয়ে দিল,
মনে করালো--এখন বসন্ত নয় এখন শ্রাবণ
আর শ্রাবণ মানে নিম্নগমন
                           শ্রাবণ মানে সৃষ্টি
শ্রাবণদিনে পাড়ার অনুলেখা
                    কে জানতো এত মিষ্টি।