সারা দেশ ভোট জ্বরে ভুগছে,
এর পছন্দ ওকে--ওর পছন্দ তাকে
আমার কোনো পছন্দ নেই।
ভাবতে ভাবতে চলছিলাম
হঠাৎ মোড়ের মাথায় ভীড় দেখে দাঁড়ালাম।
উকি মেরে দেখি--
রাস্তায় বিছানো তিরঙ্গার উপর
দুহাতে কানমুলে দাঁড়িয়ে একটা বালক
অঝোরধারায় কাঁদছে--
আমার উৎসুক মুখ দেখে একজন বললো
মোড়ের মাথায় ঝোলানো
মালাজড়ানো তিরঙ্গার ঝালর থেকে
একটা তিরঙ্গা মালাসহ খসে পড়ে,
আর ছেলেটা মালাটা গলায় জড়িয়ে
তিরঙ্গার উপর ধেই ধেই করে নাচছিলো,
তাই জাতীয় পতাকার অবমাননায় এই শাস্তি।
আদুলগায়ে গরীব ছেলেটা ভাবছিলো
একটুকরো রঙীন কাপড় পেয়ে
সে খুশিতে ডগমগ হয়ে ঐ রকম করছিলো
তাতে দোষের কি ছিলো?
বোকা হাঁদা! জাতীয় পতাকা জাতীয়তাবাদীদের জন্যে
তোদের মত গরীবগুর্বো দের জন্যে নয়
খবরদার ছুঁবি না--
দূর থেকে দেখবি আর সেলাম করবি
সেলাম করা ছাড়া গরীবের আর কিছু কি মানায়?


দেশমাতা কাঁদছেন গণতন্ত্রের ছলনায়..............