ভাসছি লাল-নীল তরলে
কিছুটা অমৃত কিছুটা গরলে
বেরোবার সব রাস্তা বন্ধ
খোলা নেই কোন অলিন্দ
ভয় দিচ্ছে এক অবিরাম ধ্বনি
তবে কি প্রেতপুরীতে আটক আমি
স্বপ্নাদ্য বালুতটে যাবো  বলে
প্রেয়সীর হাত ধরে দোলাচলে
এ আমি কোথায় বন্দী হলাম?
ভেসে আসে শ্রুতিমধুর মৃদু স্বর
হে আমার প্রিয় সামাজিক ঈশ্বর
হাত ধরে আছি,ডুববে না কথা দিলাম
তুমি আমার বহমান দিল দরিয়ায় ভাসমান।