(গত ২৬/৩/২০ তে আলোচনা সভায় 'অম্বরীষ'' কবি সমীর প্রামানিক এর একটা সমসাময়িক সারগর্ভ আলোচনা "শূন্যের মুখোমুখি" পড়ে মন ভরে গেল।এক অজ্ঞাত কারণে আলোচনা টি এখন দৃশ্যমান নয় তবুও সেই লেখার প্রেরণায় নীচের কয়েক পংক্তি.........)


সঙ্খ্যা 'এক' প্রায় ধর্তব্যই নয়
শুনলেই না শোনার ভান করি
যেই না তার সাথে শূন্য জুড়ে যায়
আমরা সবাই তাকে আনন্দে গড় করি
অথচ আজ আমরা দিশাহারা
ভয়ঙ্কর সেই শূন্যের ভয়ে রোজ মরি
চারিদিকে তাকিয়ে দেখি ধু ধু জনপদ
বেঁচে থাকার জন্যে ইমিউনিটি বজায় থাকুক
এই আশায় জাতিধর্ম নির্বিশেষে
'প্রভুর' পায়ে পড়ি,


আমরা মানুষ
ও 'শূন্য' রুখবোই তোমার আহাজারি......


'