( ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বছরের পূর্তিতে আসরের সব কবিবন্ধু কে শুভেচ্ছা)


(জয় হিন্দ)
পরাধীনতা 'জী হুজুর' শেখায়
জেগে থেকেও চোখে ক্লান্তির ঘুম
স্বাধীনতা মেরুদন্ড সোজা করে দেয়
তাইতো চারিদিকে আজ 'জয় হিন্দ' এর ধুম


(রেটিং)
কবিতার খসড়া বানাই
পরক্ষণেই ছন্দ ভেঙে অস্থিরতায় দুলি
বিরক্ত হয়ে
খসড়াটা দলা পাকিয়ে ছুড়ে ফেলি
পাঠক কুড়িয়ে নেয়,বলে;
এইজন্যই তোমার লেখা
'ইউজ এন্ড থ্রো' রেটিং পায়...


(ঝিকিমিকি)
দুঃখ তোমারও---আমারও
সুখ যেন লটারি পাওয়া
ঘুরে বসে দেখি
দূরে বসে খেলছে রোদ ও ছায়া