(১)
নতুন বৌটি ঝরাপাতা কুড়োচ্ছে
বৃষ্টির তরকারি রান্না করবে বলে
বলছে--ঘরে এসো
বাইরে টালমাটাল রোদ্দুর
এক্ষুনি শুরু হবে--
"চিত মাটি আর উপুড় মেঘ" এর জলসা.........
(২)
"যত মত তত পথ"
তবুও মতের মিল হলেই
ভালোবাসার বাগান জেগে ওঠে
আর
পথেরা ঘরে ফিরে আসে......
(৩)
গায়ের থেকে কাঁথা সরে গেছে
একজোড়া বিবস্ত্র নর-নারী
ঘুমন্ত তাদের শরীর
আর ঘুমন্ত
আদিম ইচ্ছার আহাজারি


জটিল এই দুনিয়ায়
ঘুমন্ত অবস্থায় সব মানুষই সরল আর নিষ্পাপ হয়......