(ঘুম-ঘর)
বাস্তবতা প্রমান করতে করতে সময় পেরিয়ে যায়
অথচ রূপকথা সহজেই জনপ্রিয় হয়
'একটা গল্প আছে' কথাটার মাদকতায়
আমার মত রাতজাগা মানুষও
ঘুম-ঘরের দিকে পা বাড়ায়
গল্প আছে বলেই বেঁচে থাকা সহজ হয়......


(আনাড়ি)
বাদিকে চুমুর পাহাড়
ডানদিকে অভিমানের সাগর
একদিকে নেশা
আর একদিকে ডুবে যাওয়া
আমি মাঝখানে থাকি
অভ্যাসের ঘরে......


(নিশিযাপন)
ভাগাভাগি ভালো নয়
তবুও দিনটুকু তোমার
রাতটুকু কিন্তু আমার
নিশিযাপনে
দুজনেই জ্বলবো জ্বালাবো......