জানালা খোলা--
দেখি
       গাছ কাটা পড়লে মাটি কাঁপে সন্তাপে
শুনি
       যাই যাই নদীটির চলে যাওয়ার গান
দেখি
       দরজা পাহারা দেয় গৃহস্থের অভিমান
শুনি
      রণক্লান্ত মাটিতে দাঁড়িয়ে যুদ্ধের আহ্বাণ
দেখি
     জাগরণ,উত্তরণ,সংঘবদ্ধ সন্ত্রাস
শুনি
      আর্তচিত্কার--দিগন্ত জুড়ে শুধু বাঁচার অভিলাষ


বিব্রত হই--জানালা বন্ধ করতে যাই
অলক্ষ্যে কেউ বলে ওঠে---


খোলা থাক--
জানালা খোলা থাকলে জীবন আদরে বড় হয়.........