জোনাকি
প্রনব মজুমদার


(দুই পয়সার বোতাম)
গোপন জায়গা আটকে করে দেয় ভব্য
অবচেতনে খুলে গেলে ইস্ কি অসভ্য
(সস্তার মুরগি)
সবাই জানে পাখি হয়েও পাখি নই
তাই তো আজ খাঁচায় কাল জবাই
(ইস কি রোদ্দুর)
একটু তেজ হলেই বদনাম
ত্রাহি ত্রাহি!জ্বলে গেলাম!
(দূর ছাই বৃষ্টি)
ক্ষিতির প্রিয় আমি কি ঝকাস্ মিষ্টি
শুধু কিছু রুক্ষ লোক বলে অনাসৃষ্টি
(যাঃ ফুরিয়ে গেল)
আসা-যাওয়া আলাদা-আলাদা এমনটা সততই
মাঝখানের গল্পটা শেষ পাতার আগে হঠাৎই