আজ পূর্ণিমা--
দরজা জানালা হাট করে খোলা
ঘর বানভাসি হয় চাঁদের আলোয়,
তার চুল খুব জেল্লা দেয় জ্যোত্স্নায়--
সে নয় এমনকিছু আহামরি সুন্দরী
তার আবেগে থরথর
শরীরটা ঢেকে রেখেছে বালুচরি শাড়ি--
তার আলতামাখা পায়ে রূপোলি নূপুর
পদ্মপাতার মত মেলে ধরা
                  চোখের ইশারা মধুর
যদিও জানি
কাঁচা বয়সের ভালোবাসা ক্ষনভঙ্গুর,
আমাকে দেখে
সে হেঁটে আসে নাচের ভঙ্গিমায়
তার শরীর গান গায়
             যেন মৃদু মালকোষ!


শ্রোতাও আমি দর্শকও আমি
মিলনে ক্ষুধাতুর.................