৭৫০ তম
(শ্রাবণের ম্যাজিক)
শ্রাবণ মানে জল থৈ থৈ
শ্রাবণ ভারি বেয়াড়া,
উহু! শ্রাবণ মানে শ্যামল বাদল
শ্রাবণ মানে সৃষ্টি
আহা! ভিজে শাড়িতে পাড়ার পারুল
কে জানতো এত মিষ্টি......


( লষ্ট ফর এভার)
চিতায় জল ঢেলে
কলসী ভেঙে ফেলে
চলে যায়
পিছনে না ফিরে
জীবন এগিয়ে যায় সজোরে
যেতে যেতে লিখে যায়
পেছনে থাকলো পড়ে
" লষ্ট ফর এভার"......


( লড়াই)
গীতবিতান খুলি
গানগুলো উড়ে যায়
যেতে যেতে বলে
গান নয়
এখন লড়াই এর সময়......


(ব্রেক-আপ)
প্রেমিকা এলো
একটা চুমু দিয়ে বললো
এই নাও উত্তাপ
যাবার সময়
হৃত্পিন্ড ছিঁড়ে নিয়ে বললো
সাথে ফাউ
দীর্ঘ সন্তাপ......


(ফুলের ফুল্লরা)
ফুলকে ছুঁলেই
মনে পড়ে
দেবতার পা
ও প্রেমিকার আলগা খোপা
সুবাসের সাথে ফুল আদর বিলোয়
আর শেষ বিদায়বেলায়
সারাজীবনের দুঃখগুলোকে
ফুলই তো স্তুপাকারে ঢেকে রাখে
অবলীলায়......