(জার্নি টু ৩০২২(২) এর শেষ দুই পঙতি-- মানুষেরা রিসেন্টলি মঙ্গলগ্রহে শিফ্ট করেছে/বাছাইশেষে অমানুষেরা পড়ে আছে অবশেষে--নীচে শেষ ভাগ)


জীবশ্রেষ্ঠ'র  স্মারক হিসাবে পৃথিবীর সংরক্ষনাগারে রাখবে বলে
সাইবর্গ'রা হন্যে হয়ে খুঁজছে--
শেষ প্রজন্মের একটা রক্তমাংসের তথা দোষগুণের মানুষ
যারা স্রষ্টা কে 'দেবতা', প্রকৃতি কে 'সখা'
আর ধর্মবর্ণনির্বিশেষে অপর মানুষ কে 'ভ্রাতা' বলে অভিহিত করেছিল;
সাইবর্গ'রা দাপিয়ে বেড়াচ্ছে সমতল-অসমতলে
খননকার্য  চালাচ্ছে মানুষের চিহ্ন খুঁজে বের করবে বলে
আর ওদিকে মরচে ধরা মঙ্গল আনন্দে মশগুল
পৃথিবী কে 'সুজলাং সুফলাং শস্যশ্যামলাং' বানিয়ে আসা
মানুষেরা এই গ্রহেও ফোটাবে নানা ফুল...







সূত্র-সাইবর্গ(cyborg)--অবিকল মানুষের অবয়বে যন্ত্রমানব।
অতিবিশেষ--এরিক ফন দানিকেন এর 'মানুষ গ্রহান্তরের জীব' এই কল্পবিজ্ঞান কাহিনীর উপর 'জার্নি টু ৩০২২' আধারিত।