( দক্ষিণেশ্বর কালিবাড়ি,ঠনঠনে কালিবাড়ি,তরশালি কালিবাড়ি'র আবহে
অঞ্জলিকৃত)


নিরীশ্বরবাদীদের সংশয়
পাথরের প্রতিমা কি করে সাড়া দেয়।
উলুধ্বনি,শঙ্খধ্বনি,মন্ত্রোচ্চারণ
ক্রমানুসারে বয়ে যায়,
মন্দিরের ভীড়ে একজনের
দুচোখ বুজে আকুল করা 'মা মা' ডাকে
(যেন নিজের মা'কে ডাকছে)
মন্দিরচত্বর মন্দ্রিত হয়,
ঠাহর করে প্রতিমা'র
মুখের দিকে দেখি
সত্যিই তো
'চোখে একরাশ করুণা,হাতে বরাভয়
ভবতারিনী মায়ের মত কেউ কি হয়?কেউ কি হয়?


বুঝি আমরা জীবনস্রোতে ভাসি তারই করুণায়.........