গ্রীষ্মকাল--
মেঘ বিষন্ন সময়ের দহনে।
বন অন্ধকার,বাতাস নীরব
পা ছুঁইছে রুক্ষ মাটি।
পাখির কুজনগুঞ্জনে
লাবন্যময়ী চিকনপাতা কাঁপছে তিরতির
বৃষ্টি নয় ফোঁটা ফোঁটা দরদী রোদ
খেলছে পাতায় পাতায়।
কাঁটাময় সুঁড়িপথে চপল হরিনীর
আর রাগী বাঘের টাটকা পদছাপ।
চারিদিক শুনশান বনপথে
হাঁটছি একা উদাসীন,
আর ভাবছি কতক্ষন আর অচঞ্চল থাকা যায়
আর ভাবতে ভাবতেই
ঝড়ো বাতাসের আলোড়নে
                     কালবোশেখি জানিয়ে দেয়
অচঞ্চল থাকা প্রকৃতি আর মানুষের স্বভাব নয়!