মেপল কিম্বা চিনার নয়গো
সাদামাটা দু চারটে লম্বাটে গাছ
তাদের গোড়ায় উনুন পাতা সংসার।
ছেড়া চটের ফালিই- প্রাত্যহিকীর আবডাল।
নিরুত্তাপ রন্ধনে সেদ্ধ
দুমুঠো সাদা ভাত
তাতে সামান্য নুন মাখা।
বিলাসিতা বলতে নিশিরাতে
শরীরে শরীর রাখা।
যাবতীয় সুখ উপকরনে ভরা
আমাদের চতুর গেরস্থালি
অথচ আমরা বাঁচি(না মরি?) দ্বিধাদ্বন্দে
চারিদিকে ছড়ানো আনন্দ রোদ্দুর
তারই মাঝে হাঘরে রা বাঁচে
প্রাঞ্জল জীবন ছন্দে।।