(মা-বাবা)
ঠিক রোদ্দুরের মত বাবা
কিছুটা আদর
কিছুটা শাসনের থাবা
মা যেন জলপরী
স্নেহ মাখিয়ে দিয়ে বলে
আয় কোলে আয়


(থরথর)
এক এক্কে এক
দুই এক্কে দুই
তিন এক্কে তিন
কিশোর থরথর
প্রথম ছোঁয়ার দিন


( অভিলাষ)
ভেতরে খুনসুটি কথা
মলাটে ঠোঁটের ছাপ
বিবর্ণ ডাইরিতে লেখা
যুবক মনের অভিলাষ


(নববধূ)
পূর্ণিমার চাঁদ দ্যাখে
গ্রিলের ফাঁক দিয়ে
তার চেয়েও সুন্দর কেউ
ঘুমিয়ে আছে ছড়িয়ে ছিটিয়ে


(পরিবার)
সুখী দম্পতি
সন্তান-সন্ততি
'নুন আনতে পান্তা ফুরোয়'
এই সঙ্গতি


(উপসংহার)
জন্ম আসে স্বপ্ন সম্ভাবনায়
জন্ম যায় ভাঙা মূর্ছনায়