্যখন আসরে যোগদান করি এক সমৃদ্ধ আবহে ভেসে থাকতো আসর!
দিনদিন এই আসর একদিকে যেমন ব্যাপকভাবে বিস্তারলাভ করছে অন্যদিকে কিছু কবি?র চালাকিপনায় এই আসরের মান নষ্ট হচ্ছে!
১) কিছু কবি? আলোচনা সভায় অপ্রাসঙ্গিক বিষয় পোষ্ট করছেন
যেমন তার কবিতার ধরণ-ধারণ ইত্যাদি আবার কেউ নিজ দুঃখকথা লিখছেন!
২) কিছু কবি? এক নকল পাঠক আইডেন্টিটি বানিয়ে নিজকবিতার
ভূয়সী প্রশংসা করছেন!
আর এই সবের উদ্দেশ্য দৃষ্টি আকর্ষণ করে নিজেকে জাহির করা!
নিয়মাবলির ভাংচুর করা এইসব চালাক কবি?দের কবে যে সুবুদ্ধি হবে?
বুঝি সুপ্রিয় এডমিনের অসহায় অবস্থা তাই আসরের সমঝদার কবিদের
কাছে এইটাই নিবেদন যে এরকম চালাক কবি?দের অপ্রাসঙ্গিক লেখায়
মন্তব্য করা থেকে বিরত থাকুন!