( এই সিরিজ আমার প্রিয়বন্ধু আসরের অভিজাত কবি তথা কবি অনিরুদ্ধ বুলবুল কে উত্সর্গীকৃত)


কবিতা দশক হিসাবেই পরিচিতি পায়,কিন্তু এই সিরিজ বছর হিসাবে উপস্থাপন করলাম ২০১০ এবং ২০১২ এর কিছু কবিতার এক এক স্তবক।
২০০৯ সালে এই বাংলা-কবিতা ডট কম ওয়েবসাইট এর স্থাপনা করেন
সুপ্রিয় কবি পল্লব আশফাক।আমি ২০১৩ তে এই আসরে যোগদান করি।
সৌখিন কবিদের কবিতা খ্যাতিমানদের কবিতার পাশাপাশি কেমন সেটা জানাতেই পাঁচজন কবির প্রথম কবিতার এক এক স্তবক এর উল্লেখ করলাম পাঠকদের দৃষ্টি আকর্ষণের জন্যে।


কবিতা-আমিও আছি; প্রকাশ ১৪/৯/২০১২
(কবি পল্লব আশফাক)
'সব আছে, আর নতুন করে যা পেয়েছি,
তুমি-আমি দু'জন মিলেই তাই চেয়েছি।
সুখের সাথে কষ্ট এসেও মিলবে জানি,
কিন্তু জেনো তোমার সাথে আমিও আছি'


কবিতা-সিন্ধু থেকে গঙ্গা-পদ্মা-মেঘনা; প্রকাশ ১৪/৩/২০১০
(কবি রইসউদ্দিন গায়েন)
'কোথায় আমার হারিয়ে যাওয়া মেঘনা নদীর কূল
মন উদাসী বাঁশির সুরে হতাম যে ব্যাকুল
কেন,রূপসা নদীর পারে আমার ফেরা হ‌লনা!'


কবিতা-পৃথিবীটাই বাড়ি; প্রকাশ ২৩/৯/২০১২
(কবি কবীর  হুমায়ূন)
'দুঃখ-আগুনে পোড়াবো আমাকে শোধিতে অতীত ঋণ,
পথের মানুষ পথে পড়ে রবো চাইবো না কোনদিন
তোমার পরশ সুখ কামনায় ধরণীর ’পরে আর,
সুখ-মায়া-মৃগ চলে যাক দূরে ছেড়ে এই সংসার।
পৃথিবীর সেরা সুখীদের মতো একা করি পায়চারি,
ঘরহারা আমি এখন আমার পুরো পৃথিবীই বাড়ি'


কবিতা-মিথ্যা উপদেশ;প্রকাশ ১৪/৯/২০১২
(কবি অরুন কারফা)
'এ ঘটনাও সত্য বটে, ভিজতে মিত্র রাজী নয় মোটে,
বাস্তবেতে এমনই ঘটে, বন্যায় ভেসে গেলে জনপথ,
কান্নায় যখন ওঠে হাহাকার, মৃত্যুর মিছিল দেয় ধিক্কার,
কিন্তু বৃষ্টি সৃষ্টি ভুলে, ঘনঘন তুলে হাঁকে হুংকার,
জনপ্রতিনিধিরা ঊড়িয়ে রথ,
দেখে যায় তাদের সে কি কষ্ট, জ্বালানী তে হয় পয়সাও নষ্ট,
তাও কিনা হয় তাদেরি জন্য, যাদের তরে যৎ সামান্য,
করতে পারলে তারা যে ধন্য'


কবিতা-আমি ও প্রিয়া;প্রকাশ ২৮/১২/২০১২
(কবি মহারাজ)
'গান ফুরানো জলসা ঘরে
কেই'বা আমাই মনে করে।
কেই'বা ডাকে নামটি ধরে,আদর করে;স্নেহভরে'