বাংলা-কবিতার আসর একটি মুক্তাঙ্গন। পৃথিবীব্যাপী এই ঘোর দুর্দিনেও
কবিরা কবিতা পোষ্ট করছেন।সবাই না লিখলেও পড়ছেন আর ভারাক্রান্ত
মন হালকা করছেন।কবিতাগুলোর মান বিচার কতটা শোভনীয়?আর মান নির্ণায়কের যোগ্যতা নিয়েও প্রশ্ন থেকে যায়।আসর ভর্তি কবিতা নিয়ে
কটাক্ষ কেন? চুরি,ডাকাতি কিম্বা গালাগালি জাতীয় অপরাধিক/অসামাজিক কাজ তো কেউ করছেন না বরং সাহিত্যের মাধ্যমে সবাইকে আমোদিত করছেন। সমালোচক রা নিজে লকডাউন এ থাকুন, কবিদের
আসরে ঘুরতে দিন আর সোশাল ডিসট্যান্স বজায় রেখে মানসিক ডিসট্যান্স কমিয়ে নেওয়ার প্রয়াস চলুক। সবাই সুস্থ থাকুন।