অরূপ রূপকথা
প্রনব মজুমদার


(জান্নাত)
আজানের ডাকে যদি মিশে যেত
আবাহনের অপরূপ সুর
ঘুচে যেত সব বিভেদ
ক্ষিতি হত মধুর-মধুর।
(আবদুল্লাহ দিওয়ানা)
শহরের নির্জন যেন জেলখানা
গ্রামের নির্জন প্রেমের আশিয়ানা
প্রকৃতি ও রতি'র সাথে আড্ডা দেয়
বিরান পৌরুষ আবদুল্লাহ দিওয়ানা।
(লালচি)
ঠোঁটে চাউমিন, চোখে ওমলেট
মনে মনে রোষ্টেড চিকেন
মানুষ না চিনলেও
প্রভু আমাকে হাড়ে হাড়ে চেনেন।