(আসরের সকল কবিবন্ধু কে ঈদ মুবারক)


(কোডিং)
প্রনব মজুমদার


মাটি মমতাময়ী,জীবিত ও মৃত সবারই দায়িত্ব নেয়


বাতাস একটু আদুরী বাগে পেলেই গলা জড়িয়ে আদর করে দেয়


আলো সাধাসিধা,সোজা পথে আসে সোজা পথে ফিরে যায়


আকাশ ভারি দরাজ পুরো  দুনিয়াকে স্নেহ করে আগলায়


আর জল যেন গেরস্থ দুধে মেশাও কিম্বা মদে নিঃশর্তে মেনে নেয়


শুধু মৃত্যু ভারি হিংসুটে প্রিয়জন কে দুরে সরিয়ে দেয়


আমি ওদের দেখেই ঈশ্বর-আল্লাহ'র  কোডিং বুঝে যাই
যেন বলছেন
আজ যা জাগতিক কাল তা ভার্চুয়াল মেনে নাও সবাই...






বিশেষ-পুনর্গঠন