( কিছুদিন আগেই এই কবিতাটা লিখে আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা
মজুমদার কে দেখিয়েছিলাম--আজ তাঁকেই উত্সর্গ করলাম)


লিভ টুগেদার
প্রনব মজুমদার


ভালোবাসি
           অনুলেখার তাকানো
           অনুলেখার 'সোনা' ডাক
ভালোবাসি        
           সৌমিত্রের হাসি
           হরিপ্রসাদের বাঁশি
ভালোবাসি
           পদ্ম পাতায় ঝরা
            মুগ্ধ শিশির
ভালোবাসি
            দেবদারু পাতায় মোড়া
            ভোরের বাতাস
ভালোবাসি
            মন আকুল করা
            ধু ধু নীল আকাশ
ভালোবাসি
           সাদামাটা লোকের
           সরল বিশ্বাস
ভালোবাসি
            তারুণ্য যৌবন জরায়  
            জীবনের সাথে দীর্ঘ সহবাস
এতসব ভালোবাসি জেনে
জীবন বললো হেসে
            আমি নই কারো সাতপাকে বাঁধা
            সকলের সাথে জাষ্ট লিভ টুগেদার
আমি সাথে থাকলে সবাই সিকন্দর
চলে গেলে দুঃখ অপার......




সূত্র--সৌমিত্র-সৌমিত্র চট্টোপাধ্যায়, হরিপ্রসাদ- -হরিপ্রসাদ চৌরাসিয়া  বিখ্যাত বংশীবাদক
লিভ টুগেদার--বিবাহ বহির্ভূত একত্র বাস