(দেশ বিভাজনের সময় বাবা-মা কে ছেড়ে আসতে হয় ওপার বাংলা অধুনা বাংলাদেশ সেই অর্থে বাংলাদেশ আমার আদি মাতৃভূমি।বাবা-মা'র মুখে অনেক গল্প শুনেছি বাংলাদেশের।শুনেছি তার প্রাকৃতিক শোভা,নদী-নালা আর সুপ্রিয় মানুষজনের কথা।ইচ্ছা করে দেখে আসি মোহিনী বাংলাকে-সম্ভব হয়নি আজ অবধি।তাই সেখানকার ভাইবোন সখা-সখীদের কথা ভেবে...............)


ছুতোনাতায় আমাকে ছুঁয়েছে অসুখ বারেবারে
অবশ্য সুখও রাখেনি অচ্ছুত করে-
জানি খেলাচ্ছলেই আমার শুরু
আর খেলাচ্ছলেই হবে শেষ।
দু দন্ড কৌতুক-দু দন্ড আশ্লেষ
সুখ-অসুখ গায়ে জড়িয়ে
এই তো আছি বেশ।
তোমরা কেমন---মাগো-- ভাইবোন,সখাসখী
আর আমার ছেড়ে আসা
আদুরী বাংলায় রাঙানো শ্যামলবরন দেশ।।
তোমরা কেমন?





বিশেষ-পুনর্গঠন