একুশ শতকে
হাওয়া রা বেহিসাবি
বৃষ্টি নিয়ম ভাঙে
নদী মুখ ফিরিয়ে নেয়
শুধু মাটি বরাবরের মত
চিরকালের আশ্রয় দেয়,
তাই তো মাটিকে মা বলা যায় অবলীলায়।


ও ঠাকুর......
সন্তানের মঙ্গল প্রার্থনা
চোখে একরাশ করুণা
হাতে বরাভয়
মার মত কেউ কি হয়?
জানি সবকিছু হারিয়ে গেলেও
মাতৃস্মৃতি রয়ে যায়
স্নেহ মেখে নিভৃতে......






বিশেষ--পৃথিবীর সকল মাকে উত্সর্গ করলাম।