আমি জানি--
দুরূহ কবিতায় নেই কোনো প্রত্যাশা
তাই স্বাভাবিক জল-বাতাসের মতই আমার কাব্যভাষা,
কবিতায় লিখি--
ভালোলাগা,মনখারাপ,শোকদুঃখের কথা,
কবিতার অক্ষরের সাথেই রাখি অন্তরঙ্গতা
তাই তো আমার কবিতার সঙ্গী হওয়া যায় অনায়াসে
কবি কে নয় কবিতা কে ভালোবেসে,
আমি ও কবিতা পরস্পর কে জড়িয়ে বলি একসাথে
দিবারাত্র তুমি শুধু আমার,
আর আশা করি মগ্ন পাঠক বলবে
'মেড ফর ইচ আদার'.............