(আজ শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম জন্মদিন- আসরের সকল কবিবন্ধুকে জন্মাষ্টমী'র শুভেচ্ছা)


মায়া
প্রনব মজুমদার
( গতকালের  '১৮/৮/২০২২' এর কবিতা 'ওপেন সিক্রেট' এর প্রশ্নের উত্তর)
একে অপরকে মানিয়ে নেওয়া
আর কিছু নয় অপরিসীম "মায়া"
'মায়া কোন ক্রিয়া নয়,খেয়াল
তবু তার সাথে বসবাস চিরটাকাল'।



( গতকালের কবিতা 'ওপেন সিক্রেট')
ছেলেটা ভালবাসার মেয়েকে জিজ্ঞাসা করলো
আমার মধ্যে তুই কি দেখিস? অপকটে বলিস
মেয়েটা বলল- 'অহং,বুজরুকি,কামুকতা;
মেয়েটার একই প্রশ্ন
ছেলেটা বলল-'ঢঙ, ন্যাকামি, আদিখ্যেতা;
এক জোড়া জেলাস বন্ধু-বান্ধবী জানতে চাইল
তাহলে কি ব্রেক-আপ?
উহু! উভয়ে সমস্বরে বলল না না
আমাদের মধ্যে একটা 'কমন' আছে;
যতদিন না ফুরোবে
ততদিন একে অন্যের সাথে লেপটে থাকবে।



আচ্ছা বলুন তো বন্ধু 'লেপটে রাখার' সেই 'কমন' জিনিষটা কি?




বিশেষ- সবাই অনুভবী উত্তর দিয়েছেন--সহবস্থান এর মূল কথা-ভালবাসা,সততা,কলহ, বিশ্বাস,আবেগ,যৌনতা, সমঝোতা,সবকটাই যোগ্য তবে আমার মনে হয় 'মায়া'।কথায় আছে না 'মায়ার বন্ধনে'। এই মায়া মানুষে-মানুষে,মানুষে-বস্তুতে,মানুষে-পশুপাখিতে বিদ্যমান।যেমন আমার ভিটেবাড়ি যেখানে বারবার যাই,পোষ্য কুকুর টা অসুস্থ হলে চিন্তা হয়,পোষা কাকাতুয়াটাকে খাঁচায় রাখি যদি উড়ে যায়,অনেকদিন কবিতার আসরে না আসলে মন খারাপ লাগে,এসে স্বস্তি পাই, এসব মায়া ছাড়া আর কি?সর্বোপরি সত্যি
জেনেও আমার প্রয়াত স্ত্রীকে ভুলতে পারিনা আর আমৃত্যু পারবোও না
কারণ অপরিসীম "মায়া"।