(তৃতীয় বিশ্বের অধিকাংশ মানুষই নিরন্ন--নির্বাচনে নানা
রাজনৈতিক দলের ইস্তাহার--নানা এজেন্ডা(কর্মসূচী)--
সাধারণ মানুষ অতশত বোঝে না--সে দেশের প্রধাণের
কাছে কি আশা করে--তারই ব্যঞ্জনায়..................
সূত্রঃ--কড়ক--কড়া)


আগের রাজা বড় ভালোমানুষ--কিন্তু একদম ঠান্ডা,
রাজা ঠান্ডা হলে কি মানায়?
রাজা একটু গরম-গরম হলেই দেশ শাসনে রয়,
না হলে মন্ত্রী, সিপাহশালার --
                    রাজকোষ তছরূপ করে পালায়!
রাজা'র বিদায় সম্বর্ধনায়--
                  ছলছল চোখে রাজা মুখ লুকোয়!
শুনছি--হবু রাজা নাকি খুব কড়ক
সত্যি করাবেন এই প্রবাদ--
               'বাঘে-গরুতে এক ঘাটে জল খায়'--
তাছাড়া সমৃদ্ধি আর বিকাশে দেশকে তুলবেন  
                                          উচুতলায়!
ভালো ভালো--বেশ বেশ--
তবে কি জানেন ভাই--রাজা আসে রাজা যায়
আমাদের মতন ভুখা রা সেই তিমিরেই পড়ে রয়!
ও রাজা!--যা যা করার তা তা করো
কিন্তু রোজ রোজ যে খিদে পায়
    আমরা বসে আছি দু মুঠো ভাতের অপেক্ষায়,  
ও রাজা!--সিংহাসনে বসে---
'গরীবের জন্যে দু মুঠো ভাত'
            রেখো তোমার 'এজেন্ডা'য়...............     ।